THIS IS PURELY A POLITICAL BLOG OF LEFT ORIENTED PEOPLE OF WEST BENGAL. ITS AIM AND OBJECTIVE IS TO FIGHT AGAINST IMPERIALISTS, THEIR STOOGES, RIGHT REACTIONARIES, PSEUDO INTELLECTUALS, ANTI-NATIONAL TERRORIST OUTFITS AND UPHOLD DEMOCRATIC THINKING IN THE COUNTRY AND SAFEGUARD THE INTEREST OF WORKING CLASS AND TOILING MASSES.
Wednesday, July 24, 2013
তামিলনাডুর পূর্ব উপকূলের শহর কুড্ডালোরে বুধবার শুরু হয়েছে সারাভারত কিষান সভার ৩৩তম সর্বভারতীয় সম্মেলন। পতাকা উত্তোলন করেন প্রবীণ মার্কসবাদী নেতা, স্বাধীনতা সংগ্রামী এন শঙ্করাইয়া, অতীতে যিনি ছিলেন সারাভারত কিষান সভার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে। সম্মেলনে সংগঠনের সভাপতি এস রামচন্দ্রন পিল্লাই কৃষি উন্নয়নে বিকল্প নীতির জন্য লড়াইয়ে বামপন্থী কৃষক ও খেতমজুর সংগঠনগুলির মধ্যে বৃহত্তর ঐক্য চান। তিনি বলেন, খেতমজুর এবং গরিব ও মধ্য কৃষকের স্বার্থ রক্ষাই হবে এই নীতিগুলির ভিত্তি। কারণ কৃষক সমাজে তাঁরাই সংখ্যাগরিষ্ঠ। এই লড়াইয়ে অন্যান্য গণতান্ত্রিক কৃষক সংগঠনগুলির সঙ্গেও শামিল হবে কিষান সভা। পাশপাশি শ্রমিকশ্রেণী ও অন্যান্য মেহনতী মানুষের সঙ্গে যৌথ আন্দোলনও জারি রাখবে। উপস্থিত সারাভারত কিষান সভা (৪উইন্ডসর প্লেস)-র সাধারণ সম্পাদক অতুলকুমার অঞ্জন যৌথ শ্রমিক আন্দোলনের মতো যৌথ কৃষক আন্দোলনের গুরুত্বের উপর জোর দেন। তিনি বলেন, একমাত্র যৌথ আন্দোলন গড়ে তোলার মধ্যে দিয়েই আমরা গ্রাম ভারতের পরিবর্তন আনতে পারি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment