Wednesday, July 24, 2013

দেশে দারিদ্র্য দ্রুত কমছে বলে যোজনা কমিশনের দাবি তীব্র সমালোচনার মুখে পড়েছে। যোজনা কমিশন মঙ্গলবার এন এস এস ও সমীক্ষার ভিত্তিতে জানিয়েছে, ২০১১-১২’র হিসেবে দেশের ২১.৯ শতাংশ মানুষ দারিদ্র্যরেখার নিচে রয়েছেন। এই হার ২০০৪-০৫—এ ছিল ৩৭.২শতাংশ। প্রায় ১৫শতাংশ দারিদ্র্য হ্রাসের এই হিসেব নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। দারিদ্র্যের মাপকাঠি নিয়ে পুরানো বিতর্কও ফিরে এসেছে। যোজনা কমিশনের যে মাপকাঠি দেশব্যাপী ধিক্কারের মুখে পড়েছিল, তাকেই বহাল রেখে জানানো হয়েছে গ্রামে মাথাপিছু মাসিক ৮১৬টাকা এবং শহরে মাথাপিছু মাসিক ১০০০টাকা ব্যয়ের ক্ষমতাকেই দারিদ্র্যের ঊর্ধ্বসীমা ধরা হয়েছে। অর্থাৎ গ্রামে দিনে ২৭.২০টাকা এবং শহরে ৩৩.৩৩টাকা ব্যয়ের ক্ষমতা পর্যন্তই দরিদ্র বলে স্বীকৃত হবে। এর থেকে বেশি, ধরা যাক গ্রামে ২৮টাকা বা শহরে ৩৪ টাকা খরচের ক্ষমতা থাকলেই তিনি দরিদ্র বলে বিবেচিত হবেন না। পাঁচজনের পরিবার ধরে গ্রামে ৪০৮০ এবং শহরে ৫০০০টাকার ঊর্ধ্বে ব্যয়ক্ষমতা থাকলে দারিদ্র্যসীমার মধ্যে সেই পরিবার থাকবে না।

Ganashakti

No comments:

Post a Comment