Wednesday, July 24, 2013

গুজরাট দাঙ্গার প্রতীক নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে এন ডি এ-তে শুধু ভাঙনই ধরেনি, এবার সেই ভাঙনের চোরাস্রোত ঢুকে পড়েছে বিহার বি জে পি-র অভ্যন্তরেও। ইতোমধ্যে একজন বি জে পি বিধায়ক সাসপেন্ড হয়েছেন। অনুরূপ শাস্তির খাঁড়া ঝুলছে আরও কয়েকজন বিধায়কের বিরুদ্ধে। বি জে পি-র পক্ষ থেকে এই ঘটনাকে জে ডি (ইউ)-র দল ভাঙনোর খেলা হিসেবে দেখানোর চেষ্টা হলেও বি জে পি-র গোষ্ঠীদ্বন্দ্বকে আড়াল করার উপায় নেই। বি জে পি-জে ডি (ইউ)-র ১৭ বছরের নিবিড় ও গভীর সম্পর্ক আজ এতটাই তলানিতে এসে পৌঁছেছে এখন একে অন্যের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুঁড়িতে দ্বিধা করছে না। পাশাপাশি বিহারের রাজনীতিতে নতুন ধরনের বিন্যাসের প্রক্রিয়া জোরালো হয়ে উঠেছে। লোকসভা ও বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই পরিচিত রাজনৈতিক জোটের ছবিটা বদলে যাবার ইঙ্গিত স্পষ্ট হচ্ছে।

Ganashakti

No comments:

Post a Comment