Wednesday, April 9, 2014

বুধবার সারদা কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি। এ প্রসঙ্গে এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত উদ্যোক্তা অসীম চট্টোপাধ্যায়, সুনন্দ সান্যাল, অমিতাভ মজুমদার, দেবাশিস সরকাররা জানিয়েছেন, আমরা আশা করছি এই শুনানিতেই হয়তো সি বি আই তদন্তের ব্যবস্থা গ্রহণ হবে। কেননা প্রায় একবছর ধরে বিধাননগর কমিশনারেট তদন্তের নামে যে ছেলেখেলা করেছে তা আজ জলের মতোই স্পষ্ট। শুধু তাই নয়, শ্যামল সেন কমিশনে গিয়েও আমরা জানতে পেরেছি একবছর ধরেই নাকি চিট ফান্ড সংস্থার সফটওয়ার খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, ১৬০টা কোম্পানি জড়িয়ে সারদার সঙ্গে। রাজ্যের প্রায় ৮০/৯০লক্ষ মানুষ প্রতারিত হয়েছেন এমন কেলেঙ্কারিতে। প্রায় ৬০হাজার কোটি টাকা নয়ছয় হয়েছে। অথচ এখনও পর্যন্ত নাকি অডিটর নিয়োগই করা হয়নি। সংগঠকরা বলেছেন, রাজ্য সরকারের সঙ্গে সঙ্গে কেন্দ্রের সরকারেরও দায়ভার রয়েছে এই সুবিশাল কেলেঙ্কারির সমাধানে।

No comments:

Post a Comment