Thursday, August 29, 2013

Srinagar, Aug 28 : Expressing concern over the "grim scenario" of horticulture in the Valley, the CPI(M) unit of Jammu and Kashmir today called for effective measures to rejuvenate the sector, which is the backbone of the state's economy.

Ganasakti

Srinagar, Aug 28 : Expressing concern over the "grim scenario" of horticulture in the Valley, the CPI(M) unit of Jammu and Kashmir today called for effective measures to rejuvenate the sector, which is the backbone of the state's economy.

Ganasakti

বেহাল অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে গিয়ে কেন্দ্রীয় সরকার কার্যত খেই হারিয়ে ফেলছে। মার্কিন মুদ্রা ডলারের প্রেক্ষিতে টাকার দামের ক্রমাগত পতন কিছুতেই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকার ও রিজার্ভ ব্যাঙ্ক বিবিধ পদক্ষেপ নিয়েও টাকার পতনের রাশ টেনে রাখতে ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতার জের অন্যান্য ক্ষেত্রে গিয়েও পড়ছে। - See more at: http://ganashakti.com/bengali/news_details.php?newsid=45728#sthash.Pj4bFeQ9.dpuf

Ganashakti


বিশ্বব্যাপী সামরিক ও অর্থনৈতিক আধিপত্য বজায় রাখতে সামরিক আগ্রাসন এখন এক ভয়ঙ্কর চেহারা নিয়ে আত্মপ্রকাশ করছে। বলাই বাহুল্য এর নেতৃত্বে রয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ। রাষ্ট্রসঙ্ঘের বিধিনিষেধকে উপেক্ষা করে বা কখনো কখনো রাষ্ট্রসঙ্ঘকে ব্যবহার করে একের পর এক দেশ দখল করা হয়েছে এবং হচ্ছে। আফগানিস্তান, ইরাক, লিবিয়া দখল করে প্রতিষ্ঠা করা হয়েছে বশংবদ সরকার। সিরিয়া ইরান এখন তাদের লক্ষ্য। এছাড়া মার্কিন সাম্রাজ্যবাদের মূল লক্ষ্য এখন সমাজতান্ত্রিক চীন। এ‍‌ই প্রসঙ্গটি পেন্টাগন প্রকাশিত একটি সামরিক নথিতে প্রথম প্রকাশ্যে আসে। এই দলিলে সারা বিশ্বের উপর মার্কিন একাধিপত্য কায়েমের পরিকল্পনা করা হয়েছে। এ‍‌ই দলিলে বিশেষভাবে বলা হয়েছে ‘‘আমাদের প্রথম লক্ষ্য হবে নতুন কোনো প্রতিদ্বন্দ্বীর পুনরুত্থান রোধ করা ... এটা হলে আমাদের কাছে তা অতীতের সোভিয়েত ইউনিয়নের মতন বিপদ হবে। আমাদের এখন যে কোনো শক্তিকে প্রতিহত করতে হবে, যা একটি এলাকায় সংহত প্রয়াস চালিয়ে আধিপত্য বিস্তার করতে পারে এবং একটি বিশ্ব শক্তিতে পরিণত হওয়ার মতো যথেষ্ট শক্তিশালী হয়ে উঠতে পারে।’’

Ganashakti