Wednesday, June 26, 2013

সি পি আই (এম) নেতা প্রাক্তন বিধায়ক কমরেড দিলীপ সরকার, পার্টিনেতা অর্পণ মুখার্জি, যুবনেতা নির্গুন দুবেসহ একের পর এক পার্টিনেতা ও কর্মীকে প্রকাশ্য দিবালোকে হত্যার প্রতিবাদে গর্জে উঠলেন বার্নপুর-আসানসোলের সাধারণ মানুষ। বুধবার জেলা বামফ্রন্টের ডাকে কয়েক হাজার মানুষ হীরাপুর থানার সামনে সমবেত হয়ে, প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও দীর্ঘক্ষণ ধরে নিহত নেতৃবৃন্দের খুনীদের অবিলম্বে গ্রেপ্তার এবং প্রয়াত শহীদের চরিত্রহননের তৃণমূলী অপচেষ্টার বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীদের পক্ষ থেকে সাংসদ বংশগোপাল চৌধুরী, আভাস রায়চৌধুরী, পার্থ মুখার্জি, তাপস রায়, সি পি আই নেতা আর সি সিং, আর এস পি নেতা বি বি চৌধুরী ফরওয়ার্ড ব্লক নেতা ভবানী আচার্য আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডি সি হেড কোয়ার্টার শীর্ষ বাম ঝাঁঝারিয়ার হাতে স্মারকলিপি তুলে দেন। তাঁরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি প্রশাসনকে জানিয়েছেন। প্রয়াত নেতার চরিত্রহননের জন্য দায়ী তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তারা আইনি লড়াইয়ের পথে যাবেন। এছাড়াও রাজ্যপালের সঙ্গে দেখা করেও এব্যাপারে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে।

Ganashakti

No comments:

Post a Comment