Thursday, August 29, 2013

বিশ্বব্যাপী সামরিক ও অর্থনৈতিক আধিপত্য বজায় রাখতে সামরিক আগ্রাসন এখন এক ভয়ঙ্কর চেহারা নিয়ে আত্মপ্রকাশ করছে। বলাই বাহুল্য এর নেতৃত্বে রয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ। রাষ্ট্রসঙ্ঘের বিধিনিষেধকে উপেক্ষা করে বা কখনো কখনো রাষ্ট্রসঙ্ঘকে ব্যবহার করে একের পর এক দেশ দখল করা হয়েছে এবং হচ্ছে। আফগানিস্তান, ইরাক, লিবিয়া দখল করে প্রতিষ্ঠা করা হয়েছে বশংবদ সরকার। সিরিয়া ইরান এখন তাদের লক্ষ্য। এছাড়া মার্কিন সাম্রাজ্যবাদের মূল লক্ষ্য এখন সমাজতান্ত্রিক চীন। এ‍‌ই প্রসঙ্গটি পেন্টাগন প্রকাশিত একটি সামরিক নথিতে প্রথম প্রকাশ্যে আসে। এই দলিলে সারা বিশ্বের উপর মার্কিন একাধিপত্য কায়েমের পরিকল্পনা করা হয়েছে। এ‍‌ই দলিলে বিশেষভাবে বলা হয়েছে ‘‘আমাদের প্রথম লক্ষ্য হবে নতুন কোনো প্রতিদ্বন্দ্বীর পুনরুত্থান রোধ করা ... এটা হলে আমাদের কাছে তা অতীতের সোভিয়েত ইউনিয়নের মতন বিপদ হবে। আমাদের এখন যে কোনো শক্তিকে প্রতিহত করতে হবে, যা একটি এলাকায় সংহত প্রয়াস চালিয়ে আধিপত্য বিস্তার করতে পারে এবং একটি বিশ্ব শক্তিতে পরিণত হওয়ার মতো যথেষ্ট শক্তিশালী হয়ে উঠতে পারে।’’

Ganashakti


No comments:

Post a Comment