Wednesday, June 26, 2013

বারাসতের কামদানি মোড় কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে। মাটি ভিজে। ভেজা পাতায় জংলা গন্ধ। কনে দেখা আলোয় বাড়ি ফিরছিল অনামী অঙ্গনা। ভেড়ির গায়ে বড় পাঁচিল লুকিয়ে আছে ওরা। আর একটু...। তারপরেই ঝাঁপিয়ে পড়বে। ছিঁড়ে, খুঁড়ে খাবে শরীরটাকে। যৌবন শরীরের উত্সব হবে আজ। ফিরছে অঙ্গনা। বাড়িতে ছোট ভাই, রাজমিস্ত্রীর জোগাড় দেওয়া বাবা। দিনে দেড়শো থেকে দুশো টাকা। অভাবের কাজল পরা চোখে এক আটপৌরে মা। ঘরের কেউ উঁচু কেলাসে পড়েনি। আমার ওই একরত্তি মেয়ে পেরেছে, ও পারবে দেখ, অনেক বড় হবে ও। পড়শিদের গলা ফুলিয়ে বলত অনামীর মা।

24Ghanta.com - 24 Ghanta News Channel, Bengali News Website, Bangla Khobor Website, Breaking News India, World News Headlines

No comments:

Post a Comment